এমপি মহোদয়ের জন্মদিনে “পাথরঘাটা নিউজ” এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা
আজ ৩রা এপ্রিল বরগুনা-২ (পাথরঘাটা,বামনা,বেতাগী) আসনের মাননীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন,এমপি মহোদয়ের এর শুভ জন্মদিন।আজকের এই দিনে এই পৃথিবীতে তাঁর শুভ আগমন হয়।
তার এই খুশির দিনে পাথরঘাটা নিউজের সম্পাদক আকন মোঃ বশির সহ টিম পাথরঘাটা নিউজের সকল সদস্য শুভেচ্ছা জানিয়েছেন।তার মঙ্গল কামনা করে “টিম পাথরঘাটা নিউজ” আল্লাহর দরবারে দোয়ার দরখাস্ত করেছেন।শুভ হোক মাননীয় এমপি মহোদয়ের আগামী দিনের পথচলা।সুখে-দুঃখে সকল মেহনতি মানুষের পাশে থাকতে পারেন এই কামনা রইলো।
শুভেচ্ছান্তে-
টিম পাথরঘাটা নিউজ
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)