রাঙ্গাবালীতে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮

নিষিদ্ধ কারেন্ট জাল পুড়ে ফেলা হচ্ছেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিভিন্ন নদী থেকে প্রায় ৫০ হাজার নিষিদ্ধ কারেন্টজাল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মৎস্য বিভাগ ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার আগুনমুখা, বুড়াগৌরাঙ্গসহ বিভিন্ন নদী থেকে এ জাল উদ্ধার করা হয়।

উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী মনিরুল ইসলাম বলেন, অসাধু জেলেরা জাটকা শিকার করে। গোপন সংবাদের ভিক্তিতে আমরা অভিযান চালিয়ে বিভিন্ন নদী থেকে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করি। ওইদিন সন্ধ্যায় উদ্ধারকৃত কারেন্টজাল উপজেলার কোড়ালিয়া গ্রামের চরইমারশন খেয়াঘাট এলাকায় নিয়ে পুড়ে ফেলা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)