রাঙ্গাবালীতে পুলিশের ট্রলারের সঙ্গে জেলে ট্রলারের সংঘর্ষ, কনস্টেবল নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

রাঙ্গাবালী থানা (ইনসেটে) পুলিশ কনস্টেবল ফিরোজ খানপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে জেলে ট্রলারের সঙ্গে পুলিশের ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাঙ্গাবালী থানা পুলিশের কনস্টেবল ফিরোজ খান (কং নম্বর-৯৫১) নিহত হয়েছেন। পুলিশের ট্রলারটি মাদক অভিযান শেষে ফেরার পথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার সকাল ১০টায় রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত পুলিশ কনস্টেবল ফিরোজ খান বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের সালাম খানের ছেলে বলে জানা গেছে।

ওসি বলেন, মাদক অভিযান শেষে ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি বড় ট্রলারের সঙ্গে রাঙ্গাবালী থানা পুলিশের ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় পুলিশবাহী ট্রলারটি ডুবে যাওয়ার উপক্রম হলে ট্রলারে থাকা একজন এএসআইসহ দুজন কনস্টেবল নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে একজন এএসআই ও একজন কনস্টেবল তীরে এলেও অপর কনস্টেবল ফিরোজকে তখন পাওয়া যায়নি। তিনি অস্ত্র ও গুলিসহ নিখোঁজ ছিলেন।

এর পর সোমবার বেলা সাড়ে ১০টার দিকে বুড়াগৌরাঙ্গ নদী থেকে অস্ত্র ও গুলিসহ কনস্টেবল ফিরোজের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মিলন কৃষ্ণ মিত্র।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৭ ডিসেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)