কে পেলেন পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন ? দেখুন বিস্তারিত

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৪ জানুয়ারী ২০১৯ | আপডেট: ০৭:১৯ পিএম, ২৪ জানুয়ারী ২০১৯

নির্বাচনি প্রচারণা
তারিকুল ইসলাম কাজী রাকিবঃ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেলো গত ৩০ ডিসেম্বর। উপজেলা পরিষদ নির্বাচনের গুঞ্জন শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সরকারের গ্রিন সিগনাল পেলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণার মধ্য দিয়ে ধাপে ধাপে শুরু হবে সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচন। সারা দেশে যখন নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে তখন পাথরঘাটা উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের প্রার্থী হওয়ার বিষয়টি নানা ভাবে জানান দিচ্ছেন। প্রস্তুতি নিচ্ছেন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য।

পাথরঘাটা উপজেলায় কে হচ্ছেন সম্ভাব্য প্রার্থী এমন জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। অনেকে অবশ্য প্রার্থী হওয়ার বিষয়টি প্রকাশ্যে ঘোষণা দিলেও আবার কেউ মুখ খুলতে নারাজ। সময় এখনো আসেনি, পরে বলবো, অবস্থা বুঝে বলবো, যদি সমর্থন পাই তাহলে নির্বাচন করবো এমন তথ্যই এ প্রতিনিধির অনুসন্ধানে উঠে এসেছে। তবে প্রকৃত পক্ষে কারা নির্বাচনের প্রতিদ্বন্ধিতায় আসছেন সে জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন।

এদিকে দলীয় সমর্থন পাওয়ার আশা করে দলীয় পদ পদবী ও ছবি সহ পোষ্টারে পোষ্টারে ছড়িয়ে পড়েছে পাথরঘাটা উপজেলার অলিগলি।

পাথরঘাটা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন সহ, কেন্দ্রীয় জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পদে থাকা নেতাদের নাম রয়েছে প্রার্থীর তালিকায়। এদের মধ্যে এ্যাডভোকেট জাবির হোসেন, গোলাম মোস্তফা কবির, এ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল, এ্যাডভোকেট মজিবুর রহমান, আসাদুজ্জামান নাদিম, আকন মোঃ শহিদ, শামসুল আলম শিকদার, জাকির হোসেন সিকদারের নাম শোনা যাচ্ছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)