উপজেলা নির্বাচন উপলক্ষে প্রঙ্গাপন জারি করলেন বরগুনা জেলা প্রশাসক কবির মাহমুদ

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ৩০ মার্চ ২০১৯

উপজেলা নির্বাচন উপলক্ষে প্রঙ্গাপন জারি করলেন বরগুনা জেলা প্রশাসক কবির মাহমুদ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা জেলা প্রশাসক কবির মাহমুদ এক প্রঙ্গাপন জারি করেছেন। আজ সকালে এ প্রঙ্গাপন জারি করেন।

নিম্নে হুবহু তুলে ধরা হলো…..

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়,
বরগুনা।
নির্বাচন শ্রাধিকার
জরুরী বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, জন নিরাপত্তা ও জনস্বার্থ নিশ্চিত করার জন্য আজ ৩০ মার্চ, ২০১৯ রােজ শনিবার রাত ০৮:০০ টার পর জরুরী
প্রয়ােজন ব্যতিত রাস্তায়/বাজারে অযথা ঘােরাঘুরি বা জটলা না করার জন্য সবাইকে অনুরােধ করা হলাে। জরুরী সেবা যেমন: ঔষধ ও খাবারের দোকান ব্যতিত অন্যসব প্রতিষ্ঠান কিংবা দোকান আজ রাত ০৮:০০ টার মধ্যে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলাে।

জরুরী প্রয়ােজন ব্যতিত কাউকে রাত ০৮:০০টার পর রাস্তায় বা বাজারে বা ভােট কেন্দ্রের আশেপাশে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আদেশক্রমে-
কবীর মাহমুদ।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, বরগুনা

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)