পাথরঘাটায় রিকসা চালকদের স্বপ্ন আগুনে পুরে ছাই! (ভিডিও সহ)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:২০ পিএম, ১২ জুন ২০১৯ | আপডেট: ০৫:১৯ পিএম, ১২ জুন ২০১৯

পাথরঘাটায় রিকসা চালকদের স্বপ্ন আগুনে পুরে ছাই!রাতের আধাঁরে রিকসা গ্যারেজে কারেন্টের সর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে ১০টি অটোরিকসা, ৪০ ব্যারেল ডিজেল তেল ও দুটি মটর সাইকের পুরে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৯নম্বর ওয়ার্ডের জালাল পঞ্চায়েতের মালিকানাধীন আবাসিক চাঁদনী হোটেলের নিচ তলায় রিকসা গ্যারেজে এ ঘটনা ঘটে। এ আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানাগেছে।

রিকসার মালিক ইউনুচ ও ইসমাইল জানান, এনজিও থেকে লোন নিয়ে রিকসা কিনে ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচ ও সংসার চালাই। আমাদের শেষ অবলম্বন টুকুও রাতে পুরে ছাই হয়ে গেছে। আমরা এখন পথে বসে গেছি। এখন কি করব বুজে উঠতে পারছিনা।

হোটেল মালিক জালাল আহমেদ জানান, প্রতি দিন রিকসা চালকরা আমার হোটেরের নিচে তাদের রিকায় চার্জ দিয়ে রেখে যায়। রাত দেড়টার দিকে হঠাত আগুন লেগে ঘরের মধ্যে রাখা ৪০ ব্যারেল ডিজেল, রিকসা চালকদের ১০টি রিকসা ও দুটি মটর সাইকের পুরে গেছে। আমার সকল কিছু শেষ হয়ে গেছ।

এ ব্যাপারে পাথরঘাটা ফায়ার সার্ভিস পাথরঘাটা স্টেশনের সাব অফিসার মো. সিদ্দিকুর রহমান জানান, পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ব্রিজের পশ্চিম পাশে চাদনী আবাসিক হোটেলের নিচ তলায় অটো রিকসার গ্যারেজে আগুন লেগে পুরে যাওয়ার ঘটনা ঘটেছে। আমারদের ধারনা ওই রিকসা চার্জ দেয়ার চার্জারে সর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে অনতে পেিেছ। এসময় আগুনে প্রায় ৮লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)