পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৫ জুলাই ২০১৯

পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বসত ঘরের পাশে বসে বৃষ্টির পানি সরবরাহ করতে গিয়ে বাবুল মোল্লা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের উত্তর কালীবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বাবুল মোল্লা একই গ্রামের সেকান্দার আলী মোল্লার ছেলে।

কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকন মো. সহিদ পারিবারের বরাত দিয়ে জানান, বাবুল মোল্লা সকাল থেকে মাঠে হালচাষ করতে ছিলেন। আকাশে মেঘ দেখে তিনি ১২ দিকে বাড়ি ফিরে আসে। পরবর্তীতে বৃষ্টির পানি সরবরাহ করতে বালতি নিয়ে ঘরের বাহিরে যায় বাবুল মোল্লা। এসময়ে বজ্রপাতে তার শরীরের এক পাশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)