বরগুনার ময়লা-আবর্জনা দেখা গেলেই ব্যবস্থা - ডিসি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ৬ আগস্ট ২০১৯

বরগুনার ডিসি / ছবিঃ সংগ্রহীতবরগুনা জেলা প্রশাসক (ডিসি) বলেছেন, রাস্ত-ঘাটের কোথাও ময়লা- আবর্জনা দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রোববার (৫ জুলাই) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে জরুরি এক সভায় এ সব কথা বলেন তিনি।

৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে বরগুনা জেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকে সামনে রেখে এ জরুরি সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, পৌর মেয়র শাহাদাত হোসেন, সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা-’৭১-এর সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ, এনজিও ফোরাম সভাপতি আ. মোতালেব মৃর্ধা, পূজা উদযাপন পরিষদ সভাপতি সুখ রঞ্জন শীল, লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল।

সভার সঞ্চালক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুব আলম।; সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুসারে ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে বরগুনা জেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ উদ্যোগকে সামনে রেখে বরগুনা পৌরসভায় ২৫টি টিম করে ২৫টি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

একইভাবে জেলার সব উপজেলার প্রতিটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯টি করে টিম গঠন করা হয়েছে। জেলার পৌরসভাগুলোকেও পরিষ্কার-পরিচ্ছন্নতার আওতায় আনা হবে।

৭ আগস্ট অভিযান পরিচালনার পর যদি কোনো বাড়ির আঙিনা, স্কুল, কলেজ, ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ অন্য কোনো জায়গায় ময়লা-আবর্জনা পাওয়া যায়, তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)