পাথরঘাটা ভোক্তা অধিকার আইনে ৪ ফার্মেসিকে জরিমানা (ভিডিও সহ)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ৫ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৬:১১ পিএম, ৫ অক্টোবর ২০১৯

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বরগুনার পাথরঘাটায় চার ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ১৯৪০ এর ৩৭ ধারা অপরাধে এই জরিমানা করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অভিযান পরিচালনা করেন।

মো. হুমায়ুন কবির জানান, তালুকদার মেডিকেল হলের মালিক গিয়াস তাদুকদারকে ১০ হাজার, মুজাহিদ মেডিকেল হলের মালিক মাওলানা বজলুর রহমাকে ১০ হাজার ও ইসলামিয়া মেডিকেল হলের মালিক মাওলানা আব্দুস সোবাহানকে ১০ হাজার ও মাসুদ মেডিকেল হলকে ৩০ হাজার টাকা, করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় বিসমিল্লাহ মেডিকেল হলে চেম্বর খুলে অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল আলম কাজি চিকিৎসা দেয়ার কারনে তার চিকিৎসার সনদ দেখতে চাইলে তিনি দেখাতে না পারায় চিকিৎসা সেবা বন্দ করে দেয়া হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)