বরগুনায় ১৫ বছর ধরে ৬০ টাকা বেতনে কাজ করছেন ওরা ৪ জন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৫ ফেব্রুয়ারী ২০২০

ছবিঃ সংগ্রহীতবরগুনা জেলা রেজিস্ট্রারের কার্যালয় ১৫ বছর যাবত দৈনিক ৬০ টাকা বেতনে চাকরী করছেন ৪ জন কর্মচারী।

তারা হলেন- সুলভ দাস (৪০), মো. মনিরুজ্জামান (৩৫), তৈয়ব আলী (৫৩) ও মো. সোহেল (২৬)।

স্থানীয় ও জেলা রেজিষ্টার অফিস সূত্রে জানা যায়, দৈনিক মজুরী বিত্তিক, ঝাড়ু ধার, পিয়ন পোষ্টে ৬০ টাকা বেতনে চাকরী করেন।

দৈনিক মজুরী বিত্তিক কর্মচারী (পিয়ন) সুলভ দাস জানান, আমার জীবনটা এই রেজিস্ট্রারি অফিসেই কাটিয়ে দিয়েছি। আজ থেকে পনের বছর আগে জিনিশ পাতির যে দাম ছিল এখন কি সে দাম আছে! এখন এই টাকা দিয়ে তো ১ কেজি করল্লা ও কেনা জায় না। প্রতিদিন বাড়ি থেকে আশা নিয়ে আসি এই বুঝি আজ বেতন বাড়বে।

দৈনিক মজুরী বিত্তিক কর্মচারী (ঝাড়ুদার) মো. সাহিন জানান, সরকারি অফিসে আমরা অনেক আশা নিয়ে এই চাকরীতে ঢুকেছিলাম কিন্তু সরকার আমাদের যে বেতন দেয় তাতে আমাদের না খেয় মরতে হবে। তবে সরকার যদি আমাদের বেতন বাড়িয়ে দেয় তাহলে আমরা ডাইলভাত খেয়ে বাচতে পারবো।

এ বিষয়ে বরগুনা জেলা রেজিস্ট্রার মো: সেলিম হাওলাদার বলেন, বাংলাদেশের বর্তমান দ্রব্যমূল্যের দাম অনুযায়ী ৬০ টাকা দিয়ে এক কেজি সবজির বেশি কিছু পাওয়া যায় না। তারপরেও তারা আশা ভরসা নিয়ে কাজ করে। তবে আমরা উপরস্থ কর্মকর্তাদের জানিয়াছি কিন্তু কোন কাজ হচ্ছে না। সরকার পদক্ষেপ না নিলে আমরা কি করতে পারি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)