সাবেক এমপি আউয়ালের সমর্থকদের হামলায় ভাংচুরের ঢাকা পাথরঘাটা গামী পরিবহন গুলো (ভিডিও)

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ৩ মার্চ ২০২০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ) আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা পারভীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানের আদালত মঙ্গলবার (৩ মার্চ) এক আদেশে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাবেক এমপি আউয়ালের সমর্থকদের হামলায় ভাংচুরের ঢাকা পাথরঘাটা গামী পরিবহন গুলো (ভিডিও)

এই রায় কে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পিরোজপুরের সড়কপথ। সকাল থেকেই বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে আউয়ালের সমর্থকরা। এসময় হামলা চালায় বিভিন্ন যানবাহনে। ঢাকা থেকে পাথরঘাটা গামী রাজিব পরিবহন, হামিম পরিবহন সহ বেশ কয়েকটি গাড়িও ভাঙচুরের শিকার হয় তখন। ঢাকা থেকে রাজিব পরিবহনে আসা একাধিক যাত্রী জানান, আমরা আতঙ্কিত হয়ে পিরোজপুর শহর অতিক্রম করে এসেছি। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রবেশের সাথে সাথেই তারা সড়কের মাঝে গাছের গুঁড়ি দেখতে পান। সেখানে ঘন্টাব্যাপী অপেক্ষা করে তারা পুলিশের প্রহরে পিরোজপুর শহর অতিক্রম করে। তারা আরো জানান, সাবেক এমপি আউয়ালের বাড়ির এলাকায় বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় আউয়ালের বাড়ির এলাকা অতিক্রম করার সময় তার সমর্থকরা বেশ কয়েকটি গাড়িতে হামলা চালায়। হামলার শিকার হামিম পরিবহনের চালক আমান ও রাজিব পরিবহনে চালক শংকর জানান, পুলিশের প্রহরায় পিরোজপুরের ঝাউতলা এলাকা অতিক্রম করার সময় সাবেক এমপি আউয়ালের সমর্থকরা আমাদের গাড়ির উপর হামলা চালিয়ে গ্লাস ভাংচুর করে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)