পাথরঘাটায় নিম্ন আয়ের মানুষের মাঝে এমপি রিমনের ত্রান বিতরন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ৭ এপ্রিল ২০২০

এমপি রিমনের ত্রান বিতরনবরগুনার পাথরঘাটায় করোনা ভাইরাসকে কেন্দ্র করে ব্যক্তিগত অর্থায়নে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সাংসদ শওকত হাসানুর রহমান রিমন।

মঙ্গলবার (৭ এপ্রিল) ১১টার দিকে পাথরঘাটা কলেজ মাঠে সদর ইউনিয়নের মানুষেরট এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। তিনি পাথরঘাটা উপজলোয় ১৪শ সাধারন মানুষের মাঝে ১০কেজি চাল, ৩কেজি আলু, ১লিটার তেল, কেজি মশুড়ী ডাল, ১ কেজি ছোলাবুট, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি ও একটি সাবান বিতরন করবেন।

এর আগে উপজেলার কাকচিড়া, রায়হানপুর, কাঠালতলী এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ইব্রাহীম হোসেন প্রমুখ।

সাংসদ শওকত হাসানুর রহমান রিমন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ব্যক্তিগতভাবে তিনি এ উদ্যোগ নিয়েছেন এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। শেখ হাসিনার সরকার নিম্ন আয়ের মানুষের পাশে সব সময় আছেন বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)