আমতলীতে করোনায় মৃত্যু জি এম দেলওয়ার সংস্পর্শে আসা ৩৫ জনের নমুনা সংগ্রহ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১১ এপ্রিল ২০২০ | আপডেট: ০৭:৫২ পিএম, ১১ এপ্রিল ২০২০

ছবিঃ সংগ্রহীতআমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা আওয়ামীরীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব জি এম দেলওয়ার হোসেন ৯ এপ্রিল সকাল ১১টা ২০ এর সময় নভেল করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু বরন করায় তার সংস্পর্শে আসা ৩৫ জনের নমুনা সংগ্রহ করেছে বরগুনা স্বাস্থ্য বিভাগ।

শনিবার বিকাল ৩ টায় জিএম দেলওয়ার হোসেনের বাড়ী গিয়ে বরগুনার সিভিল সার্জন ডা: হুমায়ুন হাসান শাহিন খান, আমতলী হাসপাতালের টেকনিশিয়ান মো. রিয়াজ হোসেন ও মো. আবুল বাশার নমুনা সংগ্রহ করেন।

বরগুনার সিভিল সার্জন মো.হুমায়ুন হাসান শাহিন খান মুঠোফোনে জানান. জিএম দেলওয়ার হোসেনের নিকটজন ও তার সংস্পর্শে আসা ৩৫ জনের নমুনা সংগ্রহ করে নমুনা সংড়ুহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠিয়ে দেওয়া হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)