পাথরঘাটায় হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১৪ আগস্ট ২০২০ | আপডেট: ০৬:৫৫ পিএম, ১৪ আগস্ট ২০২০

ফাইল ছবিবরগুনার পাথরঘাটা সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা খালের পাড় থেকে প্লাস্টিকের ব্যাগভর্তি ৩টি হরিনের চামড়া উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টার দিকে বাদুরতলা খালের পাড় থেকে কোস্টগার্ড এগুলো উদ্ধার করে, তবে কাউকে আটক করতে পারেনি তারা।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, হরিনের চামড়া বিক্রি করার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করা হয়। পাচারকারিরা আগেই কোস্টগার্ডের টের পেয়ে প্লাস্টিকের ব্যাগভর্তি ৩টি হরিনের চামড়া ফেলে রেখে যায়। পরে ব্যাগবর্তি ৩টি হরিনের চামড়া পাওয়া যায়। হরিনের চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)