প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পাথরঘাটায় অসহায় পরিবারের মাঝে বস্ত্র ও গাছের চারা বিতরণ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ০৮:৫৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বরগুনার পাথরঘাটায় অসহায় পরিবারের মাঝে বস্ত্র ও গাছের চারা বিতরণ করেছেন বরগুনা-২ সাংসদ শওকত হাসানুর রহমান রিমন।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পাথরঘাটা দলীয় কার্যালয়ে এগুলো বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলে, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল, গৌতম শাহা, রায়হানপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রুপক, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ মক্কী, মশিউর রহমান নাইম, পাথরঘাটা পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নাসির উদ্দিন সোহাগ, পৌর ছাত্রলীগের সভাপতি এনামুল হোসেন বেল্লাল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মধু, ছাত্রলীগ নেতা শাহজাদা প্রমুখ।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দীর্ঘ যাত্রায় পার করেছেন নানা চড়াই-উতরাই। কারাভোগ করেছেন, একাধিকবার গৃহবন্দী ছিলেন। চারবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন। প্রায় তিন দশক ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)