মঠবাড়িয়ায় পৌর সভায় হাম রুবেলা টিকাদান শুরু

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজমঠবাড়িয়া প্রতিনিধি:
“আয় আয় সোনা মনি টিকা নিয়ে যা”- এ শ্লোগানে পিরোজপুরের মঠবাড়িয়ায় হাম রুবেলা টিকাদান শুরু হয়েছে।

শনিবার সকালে পৌরসভা মিলানয়াতনে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন, পৌর সচিব মো. হারুণ অর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা হিসাব রক্ষক হাবিবুর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, ইপিআই সুপারভাইজার শামীম আহম্মেদ, শিরীন আক্তার প্রমূখ।

ইপিআই সুপারভাইজার শামীম আহম্মেদ জানান, পৌরসভার ৯ টি ওয়ার্ডে ২১৬ টি নিয়মিত ও ১৮ টি দূর্গম কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের নিচের ৪ হাজার ৫৬০ জন শিশুকে হাম রুবেলা টিকাদান দেওয়া হবে। আগামী জানুয়ারী মাসের ২৪ তারিখ পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চালু থাকবে। তিনি সকল অভিভাবকদের স্থানীয় টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্ববান জনান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)