বরগুনায় পৌঁছেছে সিনোভ্যাক্সের টিকা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৪১ এএম, ১৮ জুন ২০২১

---বরগুনায় চীন সরকারের দেয়া সিনোভ্যাক্সের ভ্যাকসিন গত বুধবার বিকেলে পৌঁছেছে।

বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, বুধবার বিকালে আমরা ৬ হাজার ৬০০ ভায়াল গ্রহণ করেছি। যা আগামী ১৯ জুন শনিবার থেকে সদর হাসপাতালে যারা ইতোপূর্বে নিবন্ধন করেছেন তাদের দেয়া হবে। ইতোমধ্যে যারা এক ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের বিষয় তিনি বলেন, এ ব্যাপারে আমরা এখনো কোন নির্দেশনা পাইনি।

সিনোভ্যাক্সের প্রথম ডোজ গ্রহণের ২৮ দিন পরে দ্বিতীয় ডোজ নিতে হবে। বরগুনার ৪টি উপজেলার চলমান মজুদ কোভিড-১৯ ভ্যাক্সিন ১১ জুলাইর মধ্য শেষ হবে বলে জানা গেছে।

ইতোমধ্যে কোভিড ভ্যাকসিন প্রথম ডোজ ২৩ হাজার ৬৪ জন এবং দ্বিতীয় ডোজ ১৮ হাজার ৬৯৭ পেয়েছেন বলে স্বাস্থ্য বিভাগের সূত্র থেকে জানা গেছে। গত মাসের ২০ তারিখ থেকে বরগুনা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন দেয়া বন্ধ রয়েছে।

হাসপাতালে নতুন নিবন্ধনকারীদের জন্য প্রথম পর্যায়ে শনিবার ২ হাজার ডোজ দেয়া হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)