মঠবাড়িয়ায় ছাত্রলীগ-যুবলীগের ৬৭ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১০ ফেব্রুয়ারী ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজমঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান আহত হবার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ-যুবলীগের ৬৭ নেতা কর্মির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে স্বেচ্ছা সেবকলীগ।

বুধবার দুপুরের আ‘লীগ কার্যালয় লিখিত বক্তব্যে উপজেলা স্বেচ্ছা সেবকলীগ আহবায়ক আলাউদ্দিন আল আজাদ বলেন, সম্প্রতি ইদ্রিস মিয়া নামে এক মাদ্রাসা নৈশ প্রহরী ব্যক্তিগত কোন্দলের জেরে হামলার শিকার হয়। এ ঘটনায় রাজনৈতিক প্রতিপক্ষ শান্ত পরিবেশ অশান্ত করার জন্য মিছিল করার চেষ্টা করে।

মঠবাড়িয়া থানা পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেয়া স্বত্ত্বেও উপজেলা আ‘লীগ সাবেক সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল ও সভা করে। সভা শেষে পৌর মেয়য়ের বাস ভবনে হামলার চেষ্টা করলে উভয় পক্ষের কর্মিদের সাথে বাক-বিতান্ডা এক পর্যায় যুবলীগ সভাপতি আবু হানিফ খান বাসার গেটে ধাক্কা খেয়ে পরে যায়।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহিন, স্বেচ্ছা সেবকলীগ নেতা শফিক ফরাজি, যুবলীগ নেতা মাইনুল ইসলাম সহ যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)