বরগুনায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:০২ পিএম, ৭ মার্চ ২০২১

এই ছবিটি প্রতিকীবরগুনা থেকে কর্মস্থল উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ে মোটরসাইকেল চালিয়ে যাবার পথে নাসির উদ্দীন মামুন (৩৫) নামের একজন শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার বেলা ২টার দিকে প্রতিদিনের মত নাসির উদ্দীন মামুন নিজ মোটরসাইকেল নিয়ে কর্মস্থল পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় থেকে গ্রামে আসছিলেন। হেউলিবুনিয়া মাদ্নাসার নিকটমক সামনের দিক থেকে বেপরোয়া গতিতে ডেকরেটরের পণ্যবাহী একটি টমটম সরাসরী মোটরসাইকেলের উপর উঠিয়ে দিলে মোটরসাইকেল সহ চালক নাসির উদ্দীন মামুন চাপা পড়ে। স্থানীয়রা উদ্বার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

নাসির পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। দূর্ঘটনার পর স্থানীয়রা টমটমটি আটককরে পুলিশে সোপর্দ করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।  

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, এব্যাপার মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। টমটমের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)