পাথরঘাটায় ৪ মন মাছসহ ট্রলার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৮ জুলাই ২০২১ | আপডেট: ০৬:২৮ পিএম, ১৮ জুলাই ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় ৪ মন মাছসহ এফবি সানাউল্লাহ নামের একটি মাছধরা ট্রলার জব্দ করেছে পাথরঘাটা স্টেশনে কোস্টগার্ড।

আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটা লঞ্চঘাটের খাল থেকে জব্দ করা হয়। পরে ২০ জাহার টাকা জরিমানা করে ছেরে দেয় উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশান থেকে পাথরঘাটা নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশানের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাথরঘাটার খাল থেকে একটি ট্রলার মাছ নিয়ে বিক্রির উদ্যেশ্যে পাথরঘাটা বিএফডিসি ঘাটে যাচ্ছে। পরে ট্রলারটিতে তল্লাশী চালিয়ে গভীর সমুদ্রে শিকার করা মাছসহ জব্দ করা হয়। পরে পাথরঘাটা মৎস্য কর্মকর্তা ওই ট্রলারকে ২০ হাজার টাকা জরিমানা করে ছেরে দেয়া হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)