নানা-নানি ও বাবা কাজে কাজে ব্যস্ত, পাথরঘাটায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ৭ অক্টোবর ২০২১ | আপডেট: ০৪:০৯ পিএম, ৭ অক্টোবর ২০২১

নানা-নানি ও বাবা কাজে কাজে ব্যস্ত, পাথরঘাটায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যুবাড়ির উঠানে নানা-নানি ও বাবা মিলে পুকুরের দেয়ার জন্য ঘাটলা তৈরি করছে। তার পাশে বল নিয়ে খেলতে ছিল চার বছরের শিশু নাদিরা। হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেলে সে বলটি আনতে পুকুর পাড়ে যায় শিশুটি। তখন সেই পুকুরে ডুবেই মর্মান্তিক মৃত্যু হয় নাদিরার।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গহরপুর গ্রামে। নাদিরা একই গ্রামের নাঈম আহমেদের মেয়ে।

স্থানীয় বাবু মিয়া জানান শিশু নাদিরার নানা-নানি ও বাবা মিলে পুকুরের জন্য নতুন ঘাটলা তৈরি করতে ছিল। তার পাশে বসেই নাদিরা খেলা করছিল। হঠাৎ করে নাদিরার খোঁজ না পাওয়া গেলে কিছুক্ষণ পর ঘাটলা পাশেই তার মৃতদেহ ভেসে থাকতে দেখে নাদিরার নানা রাজা মিয়া। সেখান থেকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)