পাথরঘাটায় গণশিক্ষা কার্যক্রমের উদ্বোধন

asraful islam
asraful islam,
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ৮ ডিসেম্বর ২০২১ | আপডেট: ০৫:৫৪ পিএম, ৮ ডিসেম্বর ২০২১

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি,

বরগুনার পাথরঘাটায় নাইচ স্যোসাল ওয়েলফেয়ার আর্গানাইজেশনের বাস্তবায়নে ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বরগুনা এর আয়োজনে মৌলিক সাক্ষরতা প্রকল্পের ২য় পর্যায়ের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।


গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন জিহাদুল ইসলাম জিহাদ , সহকারী পরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। উপজেলা শিক্ষা কর্মকর্তা টিএম শাহ্ আলম, প্রোগ্রাম অফিসার নিখিলেশ রায়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ছগির হোসেন, নিয়াজ মোর্শেদ প্রমুখ।


নাইচ স্যোসাল ওয়েলফেয়ার আর্গানাইজেশনের নির্বাহী পরিচালক আলমগীর হোসেন জানান, পাথরঘাটা উপজেলার পৌরসভাসহ ৭ টি ইউনিয়নে ৩০০ কেন্দ্রে ১২০ জন করে মোট ৩৬ হাজার নিরক্ষর নারী-পুরুষ নিরক্ষরতা দূর করার লক্ষ্যে শিক্ষা গ্রহণ করবেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)