ইলিশ ছাড়াই পাথরঘাটায় বৈশাখের অনুষ্ঠান

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:০৭ পিএম, ১৪ এপ্রিল ২০১৮

পাথরঘাটায় বাংলা নববর্ষ পালিতআনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বরগুনা পাথরঘাটায় উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৫। এ উপলক্ষে বাংলা নববষের কর্মসূচির শুভ সূচনা হয় আজ শনিবার সকালে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর সকাল ৭টা উপজেলা প্রশাসনের আয়োজনে পাথরঘাটা উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তবে এবারের বাংলা বর্ষবরণে পান্তার সাথে ছিল না জাতীয় মাছ ইলিশ। তার পরিবর্তে ছিল রুই ও পাঙ্গাস মাছ।

মঙ্গল শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরগুনা-২ সাংসদ শওকত হাসানুর রহমান রিমন, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাবির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কলাগাছ বেয়ে উপড়ে ওঠা এবং পুকুর থেকে হাঁস ধরা।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)