পাথরঘাটায় ১৩মাসের শিশু ভেকুতে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৪:০৪ পিএম, ১৫ এপ্রিল ২০১৮

শিশুর মৃত্যু প্রতীকী ছবি
পাথরঘাটায় ভেকুর নিচে পিষ্ট হয়ে আব্দুল্লাহ (১৩) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পাথরঘাটা থানা পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে। রোববার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিন কুপধন গ্রামে এ ঘটনা ঘটে।

কালমেঘা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোস্তফা পাথরঘাটা নিউজকে জানান, কালমেঘায় তমা কনস্ট্রাকশন দীর্ঘদিন ধরে বেড়িবাধের কাজ করছে। ওই বাঁধের কাজে বেকু মেশিন ওয়াপদা দিয়ে যাওয়ার পথে পাশেই বসত ঘর থেকে ১৩ মাসের শিশুটি হামাগুরি দিয়ে ওয়াপদায় ওঠার সময় বেকু মেশিনের নিচে পিষ্ট হয়ে ১৩ মাসের শিশুটি মাথা থেতলে গিয়ে তাৎক্ষনিক মর্মান্তিক মৃত্যূ হয়। ঘটনার সাথে সাথে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি থানায় নিয়ে আসে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহম্মেদ পাথরঘাটা নিউজকে বলেন, মরদেহটি ঘটনাস্থল থেকে বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

এর আগে ২০১৭ সালের ২২ ডিসেম্বর ভেকুর রশিতে বেধে পা হারায় এক বালু শ্রমিক। পরে একদিন পর তার পা নদীতে ভেসে ওঠে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)