বঙ্গোপসাগরে সাগরে ট্রলার ডুবিতে ১৭ জেলে নিখোঁজ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ২১ জুলাই ২০১৮

ছবিঃ ইন্টারনেট থেকে নেয়াসুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেল বাড়িয়া এলাকায় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে ১৭ জেলেসহ এফবি তরিকুল ১ নামে একটি ট্রলার ডুবে যায়।

শনিবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিখোজ জেলেদের নাম এখনো জানা যায়নি।

বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাঝি পাথরঘাটা নিউজকে বলেন, সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় প্রচন্ড ঝড়ের কবলে পরে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের মো. ছগিরের মালিকানাধীন এফবি তরিকুল নামের ১টি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ওই ট্রলারে থাকা ১৭জেলেও নিখোজ রয়েছে।

ট্রলার মালিক মো. ছগির হোসেন ও বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী পাথরঘাটা নিউজকে বলেন, জেলে ও ট্রলার উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২১ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)