সাগরে ট্রলার ডুবি ১১ জেলে উদ্ধার, এক জেলে নিখোঁজ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:৩২ এএম, ২৬ জুলাই ২০১৮

ফাইল ফটোপাথরঘাটা থেকে ৭০ কিলোমিটার দণি পশ্চিম বঙ্গোপসাগরে হঠাৎ ঝড়ের কবলে পড়ে এফবি মা-বাবার দোয়া নামের একটি ট্রলার ডুবে যায়।

বুধবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

তবে কিছুণ পর পার্শবর্তী এফবি এলাহি ভরসা ট্রলারের জেলেরা ১১জনকে উদ্ধার করলেও মো.শহিদ মিয়া নামের এক জেলে নিখোঁজ রয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী নিশ্চিত করে পাথরঘাটা নিউজকে জানান, পাথরঘাটা থেকে ৭০ কিলোমিটার দণি-পশ্চিমে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের জাকির আকনের মলিকানা এফবি মা-বাবার দোয়া নামের ট্রলারটি জাল ফেলে অপো করছিল। এমন সময় সন্ধার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ায় ট্রলারটি উল্টে যায়। এ সময় ওই ট্রলারে থাকা জেলেদের ভাসতে দেখে পার্শবর্তী এফবি এলাহি ভরসা ট্রলারের জেলেরা ১১জনকে উদ্ধার করলেও মো. শহিদ নামে এক জেলে নিখোজ রয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)