বেতাগীতে ভ্রাম্যমান আদালতে অবৈধ জাল জব্দ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৬ জুলাই ২০১৮

বেতাগীতে ভ্রাম্যমান আদালতে অবৈধ জাল পুরে ফেলা হচ্ছেবেতাগীতে জাতীয় মৎস সপ্তাহ পালনের অংশ হিসেবে উপজেলার কাজির হাঁটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় প্রায় লক্ষাধিক টাকার সমমূল্যের চারশ মিটার অবৈধ বাঁধজাল জব্দ করা হয়। পরে তা পোড়ানো হয়।

বুধবার (২৬ জুলাই) বিকাল ৪টার সময় বেতাগী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীব ও বেতাগী থানার উপ-পরিদর্শক(এসআই) মো: সিদ্দিকুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)