বঙ্গোপসারে ১৪ জেলেসহ ট্রলার ডুবি

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ১ আগস্ট ২০১৮

ছবিঃ সংগ্রহীতপাথরঘাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পরে ১৪ জেলেসহ এফবি ফিরোজ ট্রলার ডুবে যায়। এতে ওই ট্রলারে থাকা ১৪ জেলেও নিখোজ হয়।

বুধবার (১ আগস্ট) সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বরগুনা জেলা ফিসিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক দুলাল মাস্টার পাথরঘাটা নিউজকে এতথ্য নিশ্চত করেছেন।

তিনি পাথরঘাটা নিউজকে জানান, উপজেলার কাকচিড়ার মাঝের চরের মো. ফিরোজ মিয়ার মালিকানা এফবি ফিরোজ ট্রলারের জেলেরা পাথরঘাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিন বঙ্গোপসাগরে মাছ ধরছিল। এমন সময় ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের ১৪ জেলে উদ্ধারের জন্য অন্য ট্রলার পাঠান হয়েছে।

এর আগে একই জায়গায় বুধবার (২৫ জুলাই) উপজেলা তাফালবাড়িয়ায় জাকির আকনের মালিকানা এফবি মা-বাবার দোয়া ট্রলার ডুবে যাওয়ার ৫দিন পর রোববার (২৯ জুলাই) দুপুরের দিকে ট্ররারসহ শহিদুল নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। এছারা শনিবার (২১ জুলাই) গভীর সমুদ্রে ডুবে যাওয়া জেলেদের মধ্যে ৩ জেলের মরদেহ উদ্ধার করে দুবলাচর এলাকায় দাফন দেয়া হয়। সেই সময় ডুবে যাওয়া ৫২জন জেলে এখন পর্যন্ত নিখোজ রয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)