ইন্দুরকানীতে গাছ ও দিঘির কেরামতি দেখতে মানুষের ভিড়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ৪ আগস্ট ২০১৮

ইন্দুরকানীতে গাছ ও দিঘির কেরামতি দেখতে মানুষের ভিড়ইন্দুরকানীতে একটি দিঘি ও দিঘির পাড়ের শতবর্শী একটি রেন্ডি গাছের হঠাৎ কেরামতির গুজবে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত লোক ভিড় জমাচ্ছে। তারা রোগ মুক্তির জন্য দিঘিতে গোসল করছে, পানি পান ও রেন্ডি গাছের ছাল তুলে নিয়ে যাচ্ছে।

এলাকার একটি পক্ষ এই কাজকে শিরক ( বড় গুনাহ) ভেবে এটাকে বন্ধ করতে চাইছে। কিন্তু অপরপক্ষ এতে কোনো ক্ষতি নাই বলে আগত লোকদেরকে সহায়তা করছে। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ প্রশাসন আগত দর্শনার্থীদের ঠেকাতে লাঠিপেটা করলেও দর্শনার্থী আসা কোনোভাবেই কমছে না। বিগত দুই সপ্তাহের বেশি এ অবস্থা চললেও এর কোন সুরাহা না হওয়ায় দিঘির পাড় আলিম মাদরাসায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি ফয়সালার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এ নিয়ে আজ শনিবার মাদরাসা মাঠে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এক জরুরী সভা ডাকা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)