হরিণের মাংসসহ আটক ১

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৪ নভেম্বর ২০১৮

জব্দ হরিণের চামড়া ও মাংসপৌনে ৩মন হরিণের মাংস ও একটি চামড়াসহ ভোলার বোরহানউদ্দিন থেকে ঝন্টু চন্দ্র দাস নামক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

ঝন্টু চন্দ্র দাস পটুয়াখালী জেলার বাউফল উপজেলার উত্তর রাজনগর এলাকার অমল চন্দ্র দাসের ছেলে।

বোরহানউদ্দিন থানার এএসআই জ্ঞান কুমার জানান, দিবাগত রাত ২টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে পুলিশ টহল দিচ্ছিল। এ সময় রাস্তা থেকে মাংস ও চামড়াসহ ঝন্টু চন্দ্র দাসকে আটক করা হয়। টের পেয়ে তার অপর সঙ্গীরা দৌড়ে পালিয়ে যায়। পরে ঝন্টু চন্দ্র দাসকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, জব্দকৃত মাংস ও চামড়া ভোলা সদরে অবস্থিত আলাউদ্দিনের হোটেলের মালিক আলাউদ্দিনের।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, আটক ঝন্টু চন্দ্র দাস ও তার সঙ্গীদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ নভেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)