কল মি বাই ইয়োর নেম’ ছবির ৯০ বছরে প্রথম অস্কার!

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ৬ মার্চ ২০১৮

চিত্রনাট্যকার জেমস আইভরি
পাথরঘাটা নিউজ ডেস্কঃ
অস্কারের আশায় জীবনের ৮৯টি বছর কেটে গেল। অবশেষে ৯০তম অস্কারে ৯০ বছর বয়স পূর্ণ হওয়ার তিন মাস আগে সেই কাক্সিক্ষত পুরস্কার ধরা দিল তার হাতে! তিনি চিত্রনাট্যকার জেমস আইভরি।

তাই তার কাছে ‘৯০’ সংখ্যাটি এখন সৌভাগ্যের প্রতীক। এর আগে তিনবার অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।

কিন্তু পুরস্কার ধরা দিল এবার। তাই এবার হাসিমুখেই বাড়ি ফিরছেন এ চিত্রনাট্যকার। অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে বিভাগে পুরস্কার পাওয়া জেমস আইভরি হচ্ছেন অস্কারের ইতিহাসে সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি। তিনি এ পুরস্কার পেয়েছেন ‘কল মি বাই ইয়োর নেম’ ছবির জন্য।

পাথরঘাটা নিউজ/এজেআর/০৬ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)