সুন্দরবনে অপহৃত পাথরঘাটার ঝিনুক শ্রমিককে উদ্ধার করলো র‌্যাব

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ৪ জুন ২০২০

ছবিঃ সংগ্রহীতসুন্দরবনের গহীনে আলোরকোল খাল থেকে পাথরঘাটার মহসিন (৩৫) নামে অপহৃত এক ঝিনুক শ্রমিককে উদ্ধার করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার(৪ জুন) ভোররাতে মোংলা উপজেলার পশুর নদীর বানি সানতাই এলাকা থেকে উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার(৪ জুন) রাত ১১টার দিকে সুন্দরবনের গহীনে আলোরকোল খালেন ঝিনুক কুড়ানোর সময় পাথরঘাটা উপজেলাধীন কাঠালতলী গ্রামের কবির মোল্লার মালিকানা একটি ট্রলারে হানা দেয় ১০ জনের একটি শ্বসস্ত্র জলদসু বাহিনী। এ সময় ওই ট্রলারে থাকা ৭ জনের উপর হামলা চালায় এবং পিটিয়ে আহত করে ৬ জনকে ট্রলারসহ ফিরিয়ে দিলেও মহসিনকে অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে র‌্যাব-৮ এর সহকারি পরিচালক মো. আদনান মুস্তাফিজ বিকেলে বলেন, অপহরনেরর খবর শোনার পরে র্যাব উদ্ধার তৎপরতা চালায়। একদিন একরাত পরে র্যাবের তৎপরতায় মহসিনকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মহসিনকে র‌্যাব-৮ এর প্রধার কার্যালয়ে আনা হচ্ছে। জবানবন্দি নিয়ে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে দেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)