অল্পের জন্য বেঁচে গেলেন ছয় শতাধিক লঞ্চ যাত্রী

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২ এএম, ১৩ নভেম্বর ২০১৯

বরগুনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহরুখ-২ লঞ্চটি হিজলা উপজেলার কালিগঞ্জ মাঝেরচর নামক এলাকায় চরের সাথে ধাক্কা লেগে আটকে যায়। এ ঘটনায় লঞ্চের পিছনের দিক পানির নিচে তলিয়ে থাকায় যাত্রীদের মধ্যে অাতংক সৃষ্টি হয়েছে।
বরগুনা থেকে ছেড়ে অাসা শাহরুখ-২ ডুবো চরে ধাক্কা আতঙ্কে সহশ্রাধিক যাত্রী
বরগুনা থেকে বিকাল চারটায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া শাহরুখ-২ লঞ্চটি রাত তিনটার দিকে ঐ চরে আটকে যায়।

লঞ্চে থাকা পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ পাথরঘাটা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লঞ্চটি ডুবো চরে আটকে যাওয়ার পর পরই লঞ্চের পিছনের দিক পানিতে ডুবে যায়। তখন লঞ্চে থাকা প্রায় ছয় শতাধিক যাত্রীকে চরে নামিয়ে দেয় লঞ্চ কতৃপক্ষ।

মির্জা শহিদুল ইসলাম খালেদ আরো জানান, রাত তিনটা থেকে সকাল ১০ টা পর্যন্ত সময়ে তাদের উদ্ধার করতে কেউ আসেনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)