পাথরঘাটায় এক সপ্তাহে ভ্যাকসিন নিয়েছে সাড়ে সাতশ জন

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১৪ ফেব্রুয়ারী ২০২১

পাথরঘাটায় এক সপ্তাহে ভ্যাকসিন নিয়েছে সাড়ে সাতশ জন

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অনলাইনে নিবন্ধন করে সাড়ে সাতশো ব্যাক্তি করোনা ভ্যাকসিন নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ। দিন দিন এতে লোকজনের আগ্রহ বাড়ছে বলেও জানান তিনি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, শুরুর প্রথম দুদিন ভ্যাকসিন নিতে আসা ব্যাক্তিদের চাপ কম থাকলেও গত সপ্তাহের শেষ কার্যদিবসে ২৮০ জন এই ভ্যাকসিন গ্রহণ করেছে। তবে আজ শনিবার ১২৫ জন এ ভ্যাকসিন নিয়েছে।

সপ্তাহের প্রথম দিনে কম সংখ্যক মানুষ টিকা নেয়ার কারন হিসেবে জানতে চাইলে গতকাল শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ থাকায় নিবন্ধন করা হয়নি বলে শনিবার কম মানুষ টিকা নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া নির্দেশনা অনুযায়ী প্রথমে সম্মুখ সারির যোদ্ধারা করোনা ভ্যাকসিন নিচ্ছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)