পাথরঘাটা বিয়ে বাড়িতে ফায়ার সার্ভিস

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১ মার্চ ২০২১

পাথরঘাটা বিয়ে বাড়িতে ফায়ার সার্ভিস

বিয়ে বাড়ি সংলগ্ন একটি বসত ঘরে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে বিয়ে বাড়িতে আসা মেহমানরা আতঙ্কিত হয়ে পরে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ (১ মার্চ) সোমবার দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা পৌর শহরের এক নং ওয়ার্ডের বাজারের পূর্ব মাথায় মাওলানা জহিরের বাসভবনে।

ঘর মালিক মাওলানা জহির উদ্দিন জানান, তার বসত ঘরের তৃতীয় তলার ভাড়াটিয়া রান্না শেষে চুলার আগুন না নিভিয়ে ঘরের ভিতরে চলে যায়। পরে চুলার পাশে থাকা লাকরি থেকে আগুনের সূত্রপাত ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় সোহাগ মল্লিকের শালি প্রিয়াঙ্কার বৌভাতের আয়োজন চলছিল তাদের বাসায়। সেখানে আসা বরযাত্রীরা আগুনের সূত্রপাত দেখে আতঙ্কিত হয়ে পড়েন। বিয়ে বাড়িতে থাকা সুমন মিয়া জানান, দুপুরের খাবার পরিবেশনের সময়ই আগুন সুত্রপাত হওয়ায় তার আতংকিত হয়ে পড়ে।

ফায়ার সার্ভিস পাথরঘাটা স্টেশনের ফায়ারম্যান মারুফুজ্জামান জানান, বিয়ে বাড়ির পাশে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বিড়ম্বনায় পড়তে হয়। আগুন নিভানোর সময় বিয়ে বাড়ির দিকে পানি ছিটে গেলে তারা উত্তেজিত হয়ে পানির লাইন বন্ধ করে দেয়। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্বিত হয়।

ঘর মালিক জহিরুল ইসলাম জানান আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বিড়ম্বনায় পড়তে হয়। আগুন নিভানোর চেয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠান তাদের কাছে জরুরী হয়ে পড়ে। ফায়ার কর্মীদের সাথে বিয়ে বাড়ির লোকজনের এরূপ অসদাচরণ করা ঠিক হয়নি বলেও জানান জহিরুল ইসলাম।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)