পাথরঘাটায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সহযোগীতায় যুব রেড ক্রিসেন্ট

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৫ জুলাই ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সাথে মাঠে কাজ করছে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির পাথরঘাটা উপজেলা ইউনিট।

আজ সোমবার দুপুরে পাথরঘাটা পৌরশহরের শেখ রাসেল স্কয়ারেসহ বিভিন্ন পয়েন্টে তাদের দেখা গেছে।

এসময় উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের মো: সুজা গাজী, মো: আবু হেনা রানা, মোঃ জুবায়ের ইসলাম, মো: গোলাম রাব্বি, হৃদয়, নাঈম, মেহেদি, সাইকুল ইসলাম শুভ, সাইফুল ইসলাম রাজু, মাইনুদ্দিন, বেল্লাল হোসেন, গোলাম রাব্বি খান, হেলাল, মাহমুদুল হাসান, রাজু মাহমুদ, সাইমন আরিফ, রেজা, সজীব, আহমেদ রাব্বি ও শামীম।

দেখা গেছে, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি পাথরঘাটা উপজেলা টিম লিডার আল আমিন সিকদারের নেতৃত্বে বিভিন্ন হাট বাজারে সচেতনতামূলক মাইকিং, মাস্ক বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নেয় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। সরকার ঘোষিত লকডাউন মেনে চলুন, করোনাভাইরাস সম্পর্কে সচেতন হোন, আতঙ্কিত হবেন না, করোনা প্রতিরোধে নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন এই স্লোগান দিয়ে কাজ করছেন।

পাথরঘাটা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান মো. আল আমিন সিকদার জানান, করোনা মহামারির ঊর্ধ্বগতির ফলে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থানে রয়েছে বরগুনা জেলা ও পাথরঘাটা উপজেলা প্রশাসন। পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রশাসনের সাথে কাজ করছে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির পাথরঘাটা উপজেলা ইউনিট।

তিনি বলেন, আমরা মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং করোনা মোকাবিলায় সামাজিক দূরুত্ব মেনে চলা, মাস্ক পরিধান করার জন্য প্রচারণা চালাচ্ছি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)