ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় শাখা ছারছীনা শরীফে মহান স্বাধীনতা দিবস উদযাপন

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৬ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:১৬ পিএম, ২৭ মার্চ ২০১৮

ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় শাখার ছারছীনা শরীফে মহান স্বাধীনতা দিবস উদযাপন।ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় শাখার ছারছীনা শরীফে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
মোহাম্মাদ কাজী রাকিবঃ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ছারছীনা দরবার শরীফে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
ছারছীনা দারুসসুন্নাত জামেয়া ইসলামিয়ার অধ্যক্ষ আল্লামা ডঃ শরাফত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা আল্লামা ডক্টর কফিল উদ্দিন সরকার সালেহী, আল্লামা রুহুল আমিন সালেহী, মাওলানা মাহমুদুল মুনির হা-মিম, ছাত্র হিজবুল্লাহ’র কেন্দ্রীয় মহাসচিব বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসরুল্লাহ নাঈম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ ও তাৎপর্য মূলক আলোচনা এবং মহান স্বাধীনতা দিবসে ছারছীনা দরবার শরীফের অবদান ও কৃতিত্বের কথা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর এবং মহান শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)