বরগুনায় ১শ মাদকসেবী ও ব্যবসায়ীকে পুলিশের কাউন্সিলিং

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:২১ পিএম, ২ এপ্রিল ২০১৮

মাদকসেবী ও ব্যবসায়ীকে পুলিশের কাউন্সিলিংবরগুনায় স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণকারী ১০০ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে পুলিশের উদ্যোগে কাউন্সিলিং করা হয়েছে।

রবিবার (১ এপ্রিল) দুপুরে বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যায়য়ে এ কাউন্সিলিংয়ের আয়োজন করে বরগুনা জেলা পুলিশ। এসময় প্রধান অতিথি হিসেবে অনলাইনে সরাসরি যুক্ত ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার বিজয়, অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আজমেদ, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধো আনোয়ার হোসেন মনোয়ার, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক জাফর হোসেন প্রমুখ।

কাউন্সিলিংয়ে অংশ নেওয়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা যাতে পুনরায় মাদকের সঙ্গে সম্পৃক্ত না হয়, সেজন্য পর্যায়ক্রমে তাদের পুনর্বাসন করা হবে বলে জানানো হয়। এ ছাড়া এখনো যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তাদের দ্রুত মাদক থেকে সরে আসার আহ্বান জানানো হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)