তালতলীতে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫ পিএম, ২৩ ফেব্রুয়ারী ২০১৮

বরগুনার তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ম অনুাযায়ী সংসদ ও মেয়র নির্বাচনের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়ায় বড় দলের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পেতে ব্যস্ত হয়ে পড়ছে। প্রার্থীদের লবিং তদবীর বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে তাদের ইউনিয়নে ভোটারদের দোয়া চেয়ে দৃষ্টি আর্কষণ করছেন। এ উপজেলার শারিকখালী ইউনিয়ন আওয়ামী লীগের হেভী ওয়েট ৪জন প্রার্থীই মাঠে দলীয় মনোনয়ন পেতে মরিয়া রয়েছেন। বিএনপি,জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর কোন দলীয় প্রার্থীকে ইউনিয়নের নির্বাচনী মাঠে এখন পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না।

ইউনিয়নের আওয়ামী লীগের সম্ভাব্য ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীরা দলীয় সমর্থন পেতে বরগুনা জেলা নেতাদের মন জয় করতে ব্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি ভোটারদের নিকট প্রার্থী হিসেবে জানান দিতে পাড়ায়-মহল্লায় বৈঠকও করে নির্বাচনে মাঠে চষে বেড়াচ্ছেন।

ইউপি চেয়ারম্যানদের পাশাপাশি সম্ভাব্য ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যারাও ব্যস্ত হয়ে পড়ছেন নির্বাচনী মাঠে, তবে দলীয় মনোনয়ন না থাকায় বেজায় খুশি।

উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়ন আওয়ামীলীগ এর বিশেষ বর্ধিত সভা ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ এর (নৌকা প্রতীকের) মনোনায়নকে কেন্দ্র করে এ সভা অনুষ্ঠিত হয়।

শারিকখালী ইউনিয়ন আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ চান মিয়া তালুকদারের সভাপতিত্ব বর্ধিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিন্টু হাওলাদার,জেলা আওয়ামীলীগ এর জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল হক জোমাদ্দার, তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ রেজবী-উল-কবির জোমাদ্দার, সহ-সভাপতি মোঃ কামরুল আহসান, সাধারন সম্পাদক মুঃ তৌফিকুজ্জামান তনু হাওলাদার।

নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল ফরাজী, সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলতান ফরাজী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার সহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। বর্ধিত সভায় আসন্ন ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পেতে আগ্রহী এমন ৪জন সম্ভাব্য প্রার্থীর মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগএর সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে প্রাপ্ত ভোটে উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ মোশারেফ হোসেন বিশ্বাস ১ভোটের ব্যাবধানে প্রথম, শারিকখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন তালুকদার দ্বিতীয়, শারিকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ জাকির হোসেন বাবুল তৃতীয় এবং সাবেক কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শারিকখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আবুল বশার বাদশা তালুকদার চতুর্থ হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নব-গঠিত তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফছিল অনুযায়ী ইউপি নির্বাচনে পার্থী হতে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ আগামী ১মার্চ, প্রার্থীতা বাছাই ৪মার্চ, প্রার্থীতা প্রতাহার ১২মার্চ, প্রতিক বরাদ্ধ ১৩মার্চ, ভোট গ্রহন ২৯মার্চ।

নতুন ইউনিয়ন গঠিত হওয়ার পর এ নির্বাচন হচ্ছে শারিকখালী ইউনিয়ন পরিষদের দ্বিতীয় মেয়াদের নির্বাচন। পাচ বছর পর আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বৃহত্তম কচুপাত্রা বাজারের হোটেল রেষ্টুরেন্ট ও গ্রাম গঞ্জের প্রতিটি চায়ের দোকান সহ পার্শবর্তী ইউনিয়ন কড়ইবাড়িয়া বাজারের সর্বত্র চলছে এ নির্বাচনী আলোচনা। তালতলী উপজেলার গোটা শারিকখালী ইউনিয়নবাসী এখন সম্পূর্ন নির্বচন মূখী

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)