নলছিটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ৯ জুলাই ২০১৮

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঝালকাঠির নলছিটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুলাই) সকাল ৯টায় বরিশালের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ নলছিটি প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে।

চিকিৎসা ক্যাম্পে সহযোগিতা করে কালের কণ্ঠ শুভসংঘ।

সকাল ৯টায় ক্যাম্প উদ্বোধন করেন নলছিটি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আবদুল কুদ্দুস মোল্লা ও কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি কে এম সবুজ। সকাল থেকে ক্যাম্পে চোখের সমস্যা নিয়ে আসা দুই শ রোগীর চিকিৎসা প্রদান করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. জান্নাতুন নাঈম।

চিকিৎসা নিতে আসা রোগীদের চোখের চিকিৎসা, ওষুধ ও চশমা দেওয়া হয়। এ ছাড়া চোখের ছানি অপারেশনের জন্য ৩০ জনকে শনাক্ত করা হয়। বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে তাদের অস্ত্রপচার করা হবে। চিকিৎসা ক্যাম্পে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের মো. মনির হোসেন, রতন চন্দ্র শীল, লতিফা হালদার, তারিকুল ইসলাম প্রমুখ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)