মুলাদীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু
মুলাদীতে বোনের বাড়িতে বেড়াতে এসে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১টায় উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গলইভাঙ্গা গ্রামের আনোয়ার প্যাদার বাড়িতে বেড়াতে এসে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের মফিজ মোল্লার পুত্র রুবেল মোল্লা (২২) আড়িয়ালখাঁ নদীর মোহনায় গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।
রুবেলের বোন এ্যানি জানান, শুক্রবার জুমার নামাজের আগে রুবেল গোসল করতে যায়। কম পানিতে ডুব দেওয়ার ফলে তার মাথায় কাঁদা লাগলে রুবেল গভীর পানির দিকে অগ্রসর হয়ে ডুব দেয়। বেশ কিছুক্ষণ পরেও রুবেল উপরে না ওঠায় তার সাথে থাকা লোকজনের সন্দেহ হলে ডাকচিৎকার দিলে আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা খোঁজাখুজি শুরু করে। সাড়ে ৫টার দিকে রুবেলকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোঃ সাইয়েদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।