গৌরিচন্নায় গৃহপরিচারিকা ধর্ষণ ও অন্ত:সত্ত্বার ঘটনায় ইউপি সদস্যকে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৫ জুন ২০১৯

গৃহপরিচারিকা ধর্ষণ ও অন্ত:সত্ত্বা ইউপি সদস্যকে গ্রেফতার ও বিচারের  দাবীতে মানববন্ধনগৃহপরিচারিকাকে ধর্ষণের প্রতিবাদ ও চিহ্নিত আসামিকে গ্রেফতারের দাবিতে শনিবার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে গৌরীচন্না ও ফুলঝুড়ি ইউনিয়নের সিবিও জোটের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গৌরীচন্না ইউনিয়নের দোয়েল সিবিওর যুব সদস্য ইকবাল মাহমুদ পিঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ময়না সিবিওর সভাপতি ফাতেমা বেগম, ধানসিঁড়ি সিবিওর সভাপতি রুহুল আমিন, প্রজাপতি সিবিওর সভাপতি লাইজু বেগম, আমেনা বেগম, মর্জিনা আক্তার, নাসিমা বেগম, মিনারা বেগম ও জাকিয়া
সুলতানা।

মানববন্ধনে বক্তারা বলেন, ফুলঝুড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম টুটুল ১৩ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার কিশোরীটি বর্তমানে তিন মাসের অন্ত:সত্ত্বা। এ

ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। বক্তারা অনতিবিলম্বে ধর্ষক তরিকুল ইসলাম টুটুলকে গ্রেফতার করার জন্য দাবী জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)