বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু ৪ লাখ ৪৫ হাজার ছাড়াল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৭ জুন ২০২০

ছবিঃ সংগ্রহীতকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়াল ৪ লাখ ৪৫ হাজার। এছাড়াও করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৫৬ হাজার ৭২৫ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৪ লাখ ৬১ হাজার ৪৫৬ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৫৯৬ জন (দুই শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪৩ লাখ ৬ হাজার ৪২৬ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে প্রাণঘাতী করোনা বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে মঙ্গলবার পর্যন্ত মোট ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট ৯৪ হাজার ৪৮১ জনের মধ্যে করোনা শনাক্ত করা হয়েছে।(সূত্র: ওয়ার্ল্ডোমিটার)

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)