কাঁঠালিয়ায় কথিত সাংবাদিক রাজিব তালুকদার চাদাবাজি মামলায় কারাগারে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০

ছবিঃ সংগ্রহীতঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির মামলায় রাজিব তালুকদারকে (৩০) কারাগারে প্রেরণ করেছেন আদালত।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে আত্মসর্মপণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সে কাঠালিয়া উপজেলার বানাই গ্রামের মুজিব তালুকদারের ছেলে। অপর ২জন আসামী হচ্ছে- আনইলবুনিয়া গ্রামের রাব্বানি হাওলাদার এবং রাজিব খান।

জানা গেছে, কাঁঠালিয়া সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের কাছে বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনায় ভয়ভীতি এবং ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দিয়ে সম্মানহানি করার হুমকি দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে রাজিব তালুকদার। এ ঘটনায় ওই ইউপি সদস্য বাদী হয়ে গত ১০ জুলাই রাজিব তালুকদারসহ ৩ জনের বিরুদ্ধে কাঠালিয়া থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)