মোকামিয়া পীরের”আলিশান বাড়ী মসজিদের অবস্থা বেহালঃ ক্ষোভ প্রকাশ করলেন এমপি রিমন

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২২ মার্চ ২০১৮ | আপডেট: ০৬:০২ পিএম, ২২ মার্চ ২০১৮

মোকামিয়া পীরের”আলিশান বাড়ী মসজিদের অবস্থা বেহালঃ ক্ষোভ প্রকাশ করলেন এমপি রিমন।।
অনলাইন ডেস্কঃ মোকামিয়া পীরের কর্মকান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন  সংসদ সদস্য এমপি শওকত হাচানুর রহমান রিমন।
এমপি বলেন তিনি নিজের ভবনটি রাজকীয় বানিয়েছেন সেখানে রাজার ষ্টাইলে থাকেন তিনি।
এই প্রতিষ্ঠানের একটি ভবন ঘর খুব জরুরী, দুঃখ করে এমপি বলেন ফেরদৌস সাহেবের সভাপতি আমার কাছে গিয়েছিলো কয়েকটি ভবন নির্মাণ ততবির করতে, অথচ এখানের কথা না বলে তার মাদ্রাসার তদবির করেছেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে এমপি বলেন ওখানে তার এতগুলো প্রতিষ্ঠান তার পরেও সেই ফান্ড দিয়ে মসজিদ নির্মানের টাকা হয়না। তিনি তার রাজকীয় ভবন নির্মান করেছেন এত টাকা সে কোথায় পায়?
আর আল্লাহ্‌র ঘর নির্মাণ করার টাকা তার হয়না।
আপনারা আমাকে দায়ভার দিন ১ বছরে যদি না করে দিতে পাড়ি নিজে নিজে পদত্যাগ করবো কথা দিলাম

উল্লেখ ২০১৭ সালে মাহফিলের সময় বিভিন্ন এলাকা থেকে আগত মুসুল্লিদের অর্থ আদায়কালে পীর কেবলার একটি উক্তি আলোচনার ঝড় তোলে । ঐসময় তিনি মুসুল্লিদের উদ্দেশ্য করে বলেন শুধু যাতায়াত ভাড়া রেখে যার কাছে যা আছে দরবারে দিয়ে যান।।

করুনা বালিকা দাখিল মাদ্রাসা,র সংবর্ধনা অনুষ্ঠানে এই সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটনা ঘটে
এ সময় উপস্থিত ছিলেন মোকামিয়া মাদ্রাসার সভাপতি  আল হজ্জ মাহমুদুল হাসান ফেরদৌস, বিশেষ অতিথি ছিলেন বেতাগী পৌরসভার মেয়র এ বি এম গোলাম কবির আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান।
এ এম বি। পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)