পাথরঘাটায় চিকিৎসকের সাথে দুর্ব্যবহার, বহির্বিভাগ বন্ধ, থানায় সাধারণ ডায়েরি

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১ নভেম্বর ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সাথে রোগীর স্বজনদের দুর্ব্যবহার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে বন্ধ রয়েছে হাসপাতালের বহির্বিভাগ। এ ব্যাপারে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন পাথরঘাটা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল ফাত্তাহ।

গত শুক্রবার সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সাথে রোগীর স্বজনদের সাথে এ ঘটনা ঘটে।

এতে শনিবার হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে চিকিৎসকরা। তবে এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা স্বাভাবিক ছিল। এদিকে রোগীর স্বজনরা ঐ চিকিৎসকের কাছে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাইলে রবিবার সকল বিভাগের কার্যক্রম স্বাভাবিক ছিল।

পাথরঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার রুহিতা গ্রামের তসলিম মিয়ার ছেলে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক(৩) সড়ক দূর্ঘটনায় আহত হলে পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসেন নিকট আত্বীয় স্বজন।

তখন পাথরঘাটা উপজেলা হাসপাতালে জরুরী বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসকের সাথে চিকিৎসা সেবা নিয়ে রুগির স্বজনরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। এর পরিপ্রেক্ষিতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাত্তাহ পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবউদ্দিন।

হাসপাতাল সূত্রে জানা যায়, তারা সার্বক্ষণিক রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করে। ঘটনার দিনেও তারা গুরুত্ব সহকারে আহত রোগীকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিল। তবে হঠাৎ করে দায়িত্বরত চিকিৎসকের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে তারা ক্ষুব্ধ হয়ে শনিবার চিকিৎসাসেবা বন্ধ রাখে। পরবর্তীতে রবিবার বিষয়টি স্বাভাবিক হয়ে যায়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)