তালতলীতে বিষপানে গৃহবধুর আত্নহত্যা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৫ মার্চ ২০১৮

বিষপানে আত্নহত্যাপাথরঘাটা নিউজ অনলাইন ডেস্কঃ
তালতলী উপজেলার কড়ইবাড়ীয়া ইউনিয়নের বিষপানে আত্নহত্যা করার পর সাথী আকতার নামের এক গৃহবধুর লাশ লাশ হাসপাতালে রেখে স্বামী পালিয়ে যায়।

শনিবার (২৪ মার্চ)সন্ধ্যায় তালতলী উপজেলার উত্তর ঝাড়াখালী গ্রামে ঘটনাটি ঘটেছে ।

সাথী আকতার উপজেলার উত্তর ঝাড়াখালী গ্রামের আলমগীর সিকদার মেয়ে।

জানা গেছে, গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধু অসুস্থ্য হয়ে পরে। স্বামী ঐ গৃহবধুকে হাসপাতালে নিয়ে গেলে রাতে তার মৃত্যু হয়। উপজেলার কড়ইবাড়ীয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালী গ্রামের আলমগীর সিকদারের কন্যা সাথী আকতারের বিয়ে হয় ২০১৫ইং সালে একই গ্রামের মন্নান হাওলাদারের পুত্র লিটন হাওলাদারের সাথে। বিয়ের পর থেকে বিদেশ যাওয়ার নামে খরচ হিসেবে লিটন স্ত্রীর কাছে ২লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছে। যৌতুকের নামে টাকা দেওয়াতো দুরের কথা স্বামীকে বিদেশ যেতে বাঁধা দিচ্ছে স্ত্রী সাথী আকতার। স্ত্রীর বাঁধায় লিটন গোপনে মালয়েশিয়া যাওয়ার জন্য সকল কাগজপত্র সম্পন্ন করে। আগামী কাল ২৭মার্চ লিটনের বিদেশ যাওয়ার ফ্লাইডের খবর শুনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। এক পর্যায় শনিবার বিকেলে লিটন বিদেশ যাওয়ার জন্য বাড়ী থেকে রওয়ানা দিয়ে ঢাকার গাড়ী স্ট্যান্ড কড়ইবাড়ীয়া বাজারে আসলে স্ত্রী সাথী আকতারের বিষপানের খবর শুনে। লিটন বাড়ী ফেরৎ গিয়ে অসুস্থ্য সাথীকে প্রথমে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সাথী মারা গেলে লাশ হাসপাতালে রেখে স্বামী লিটন ও তার আত্মীয়রা পালিয়ে যায়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)