পাথরঘাটার বিষখালির মাটি ইটভাটায়, মালিকে জরিমানা

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১ নভেম্বর ২০২১

বিষখালী নদীর তীর ও তলদেশ থেকে মাটি কাটার অপরাধে মেসার্স আল-মামুন এন্টারপ্রাইজ নামে ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের মেসার্স আল-মামুন এন্টারপ্রাইজ নামে ইটভাটাকে মোবাইল কোর্ট এর মাধ্যমে এ জরিমানা করা হয়।


পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল- মুজাহিদ জানান, মেসার্স আল-মামুন এন্টারপ্রাইজ নামের ইটভাটার মালিক বিষখালী নদীর তীর ও তলদেশ থেকে মাটি কেটে আসছে বলে অভিযোগ পাওয়া যায়। র অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে মেসার্স আল-মামুন এন্টারপ্রাইজ নামে ইটভাটাকে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করে মাটি কাটা বন্ধ করে দেয়া হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)