ঢাবি ভিসি’র বাসভবনে হামলার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১০ এপ্রিল ২০১৮

বরগুনায় মানববন্ধনকোটা সংস্কারের দাবীতে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরগুনার কৃতি সন্তান অধ্যাপক আক্তারুজ্জামান এর বাস ভবনে সন্ত্রসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সামবেশ করেছে বরগুনার সর্বস্তরের জনগন।

মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা ১১টায় প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহবায়ক ও সাংবাদিক মো. হাসানুর রহমান ঝন্টু, লোকবেতারের ষ্টেশন ম্যানেজার মনির হোসনে কামাল, বরগুনা এনজিও ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, মুশফিক আরিফ প্রমুখ।

এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

এসময় বক্তরা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন শিক্ষবিদ এর বাসভবনে হামলার মধ্যে দিয়ে প্রমান করে স্বাধীনতা বিরোধীরা এ কর্মকান্ডের সাথে জড়িত। কখনো সাধারন শিক্ষার্থীরা একজন ভিসি’র বাসভবনে হামলা করতে পারেনা। তাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনারও দাবী জানান তারা।

বরগুনা প্রেসক্লাব এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

পাথরঘাটা নিউজ/টিআইআর/এএসএমজে/১০ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)