বাল্যবিবাহ বন্ধে দরিদ্র মেয়েদের অর্থ সহায়তা দেবে সরকার

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৭ এএম, ২৬ ফেব্রুয়ারী ২০১৮

অনলাইন ডেস্কঃবাল্যবিবাহ বন্ধে দরিদ্র মেয়েদের সরকার অর্থ সহায়তা দেবে জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘সরকার বাল্যবিবাহ সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার আইন প্রণয়নসহ নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

২৫ ফেব্রুয়ারি, রবিবার সকালে রাজধানীর সিরডাপ মিলয়াতনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইউনিসেফ এর যৌথ আয়োজনে ‘এ স্কপিং এনালাইসিস অব বাজেট এলোকেশন ফর এন্ডিং চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা ফলাফলের মোড়ক উন্মোচন উপলক্ষে এর আয়োজন করা হয়।

চুমকি বলেন, ‘দরিদ্রতা, নিরাপত্তাহীনতা ও সামাজিক অসচেতনতার অভাবে বাল্যবিবাহ সংঘটিত হয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দরিদ্র পরিবারের ১৫ থেকে ১৮ বছরের মেয়েদেরকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান এবং ভাতা প্রদানের কার্যক্রম হাতে নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এর লক্ষ্য হলো- যাতে তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করা যায় এবং তারা আয়বর্ধক ব্যবসায় উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ করতে পারে। এই কার্যক্রম চললে বাল্যবিবাহের সংখ্যা অনেক কমে যাবে।’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম, অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজিজুল আলম, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি কার্লোস একোস্টা এবং ড. আবুল হোসেন।

সুত্রঃবাসস/ এ এম বি পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)